কৃষি তথ্য সার্ভিস ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে সদর দপ্তর খামারবাড়ি কনফারেন্স রুমে ১৯-২০নভেম্বর অনুষ্ঠিত হয় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা। তিনি বলেন যখন ভাবাই যেতোনা যে কৃষকগণ কম্পিউটার, ল্যাপটপ এর মতো ডিজিটাল যন্ত্রাংশ চালাতে পারে। সেখানে আজ এআইসিসির সদস্যগণ দেখিয়ে দিয়েছে যে কৃষক পারেনা এমন কিছুই নাই। তারাও আজ সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন যে, কৃষি তথ্য সার্ভিসের বাস্তবায়নাধীন ৪৯৯টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র(এআইসিসি) চলমান রয়েছে যা বিভিন্ন রিমোট এলাকায় অবস্থিত। বাস্তবায়নাধীন সকল এআইসিসির মাধ্যমে ডিজিটাল তথ্য ও প্রযুক্তি সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য একযোগে কাজ করার জন্য বলেন। এর জন্য সবসময় কৃষি তথ্য সার্ভিস তাদের পাশে থাকবে। এই দু'ইদিনের প্রশিক্ষণে কৃষি উন্নয়নে ই-কৃষি ও কৃষি তথ্য সার্ভিসের বর্তমান কর্মকান্ড নিয়ে আলোচনা করেন কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য কর্মকর্তা জনাব অঞ্জন কুমার বড়ুয়া এবং সোস্যাল মিডিয়ার ব্যবহার ও সরকারি নীতিমালা সম্পর্কে আলোচনা করেন কৃষি তথ্য সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক (গণযোগাযোগ), কৃষিবিদ মোহাম্মদ রেজাউল করিম।
উল্লেখ্য যে কৃষি তথ্য সার্ভিসের ঢাকা অঞ্চলের আওতাধীন ৩৪টি এআইসিসি চলামান রয়েছে তার মধ্যে ১৫টি এআইসিসি থেকে ৩০জন কৃষককে উক্ত প্রশিক্ষণের আওতায় প্রশিক্ষণ দেয়া হয়।
সংবাদ । । বাদল সরকার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস