২০ জানুয়ারি 2021 তারিখে কৃষি তথ্য সার্ভিস এর পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী মহোদয় কৃষি তথ্য সার্ভিসের ঢাকা আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। পরিচালক মহোদয়কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আঞ্চলিক কার্যালয়ের বর্তমান কার্যক্রম অবহিত করা হয়। এসময় ঢাকা আঞ্চলিক কার্যালয় থেকে নির্মিত ‘শখ থেকে বাণিজ্যিক ছাদ বাগান’ ভিডিওচিত্রটি পরিচালক মহোদয় উদ্বোধন করেন। পরিচালক মহোদয় সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, জনবল ও অন্যান্য সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অঞ্চল থেকে কৃষি প্রযুক্তি ও তথ্য বিস্তারে সন্তোষজনক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের কৃষি উন্নয়নের সাফল্যকে অব্যাহত রাখতে কৃষি তথ্য সেবায় দপ্তরটি আগামীতে আরও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনকালে সদ্য বিদায়ী প্রধান তথ্য অফিসার কৃষিবিদ অঞ্জন কুমার বড়ুয়া, কৃষিবিদ মো. রেজাউল করিম, উপ-পরিচালক (গণযোগাযোগ), কৃষিবিদ ড. মো. সাইফুল ইসলাম, প্রকল্প পরিচালক, কৃষিবিদ মো. তৌফিক আরেফীন, উপপ্রধান তথ্য অফিসার ও মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার কৃষিবিদ তাপস কুমার ঘোষ উপস্থিত ছিলেন। আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (অ.দা) কৃষিবিদ মোহাম্মদ জাকির হাসনাৎ সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ আগত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। উল্লেখ্য, কৃতসা শক্তিশালীকরণ দ্বিতীয় পর্যায় প্রকল্প সমাপ্তিতে ২০০৯ সনে রাজস্বখাতে ঢাকা আঞ্চলিক কার্যালয়টি অন্তর্ভূক্ত হয়ে ২০১৩ সনে দুজন জনবল নিয়োগের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।
সংবাদ: কামরুন্নাহার কাঁকন, টেকনিক্যাল পার্টিসিপেন্ট, কৃতসা, ঢাকা অঞ্চল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস