Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এআইসিসি থেকে নিরাপদ সবজি রপ্তানি
বিস্তারিত

 

বিশ্বায়নের যুগে ব্যবসা বাণিজ্য আর ছোট খাটো অবস্থায় সীমাবদ্ধ নেই। অভ্যন্তরীন গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে পণ্য বেচাকেনায় প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশিরাও। এরই ধারাবিহকাতায় মাঠ পর্যায়ে অর্গানিক পদ্ধতিতে শাকসবজি উৎপাদন করে, সেই শাকসবজি রপ্তানি করছে কৃষকরা।

নরসিংদির বেলাব উপজেলার রহিমেরকান্দি কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্রের(এআইসিসি)সদস্যরা রাসায়নিক সার, বালাইনাশক, আগাছানাশক ,হরমোন ব্যতিত ফসলচক্র সবুজসার, কম্পোষ্ট, জৈবিক বালাই দমন পদ্ধতি ব্যবহার করে উৎপাদন করছে সবজি। নিজেদের উৎপাদিত সবজির পাশাপাশি জৈবিক পদ্ধতিতে উৎপাদিত অন্যান্য কৃষকের সবজি সংগ্রহ করে রপ্তানি করছে। উক্ত এআইসিসি কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র (সিপি) হিসেবে ব্যবহৃত হয়। অত্র এলাকায় নিরাপদ উৎপাদিত পণ্য কৃষকের কাছে থেকে সংগ্রহ করে ক্লাবের মাধ্যমে বাজারজাত করা হয়।

সরেজমিনে বেলাব সিসিএমসি পরিদর্শনে দেখা যায় এআইসিসি এর সদস্য সাইফুর উদ্দিন ভুইয়ার  তত্ত্বাবধানে  কাতারে রপ্তানি করার জন্য প্যাকেজিং করা হচ্ছে কাঁকরোল, ঝিঙা, ঢেঁড়শ, ধুন্দল, বেগুন, চালকুমড়া। প্রত্যেক চালানে ৭০০-৮০০ কেজি সবজি রপ্তনি করে এই প্রতিষ্ঠান থেকে। এআইসিসির সভাপতি জানান ক্লাব থেকে “আমার দেশ আমার গ্রাম” অনলইন ভিত্তিক কৃষি পণ্য বিক্রি করছেন। এসব কাজে সার্বিক সহযোগিতা করছেন (এনএটিপি-২) হটেক্স ফাউন্ডেশন,স্ট্র্যাটেজিক পার্টনার অব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়।

সিসিএমসি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা কৃষি অফিসার। আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মহোদয়সহ অত্র কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বেলাব উপজেলার রহিমেরকান্দির উপসহকারী কৃষি অফিসার।

#সংবাদদাতা: অপর্ণা বড়ুয়া ,এআইসিও,কৃতসা ঢাকা।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
06/10/2021
আর্কাইভ তারিখ
06/10/2022