আজ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এর প্রকল্পভূক্ত জেলাসমূহের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণের কৌশল প্রণয়ন ও খরিপ-২ মৌসুমের কর্মপরিকল্পনা শীর্ষক এক সেমিনার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ফার্মগেটে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেজবাহুল ইসলাম এতে বক্তব্য রাখেন । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল ও কৃষিবিদ এ কে এম মনিরুল আলম, পরিচালক, সরেজমিন উইং, ডিএই এবং বিএআরসির নির্বাহী পরিচালক মহোদয় প্রমুখ এসময় স্বগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস