কৃষি তথ্য বিস্তারে আমতলী এআইসিসি অনন্য দৃষ্ঠান্ত
কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রমগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন, এআইসিসি পরিদর্শন ও ভিডিও চিত্র প্রদর্শনের জন্য ১লা অক্টোবর ২০২০ইং তারিখে গাজীপুর জেলাসদরে অবস্থিত আমতলী কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাকির হাসনাৎ, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা, এআইএস, ঢাকা এবং কৃষিবিদ সাবিনা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ তানজিলা রহমান, কৃষি সম্প্রাসারন কর্মকর্তা সহ উক্ত বেøাকের উপসহকারী কৃষি কর্মকর্তা।
অতিথিবৃন্দ আমতলি এআইসিসিতে পৌঁছালে ক্লাবে সদস্যবৃন্দ স্বাগত জানান এবং ক্লাবের বর্তমান কার্যক্রমগুলো নিয়ে আলোচনার জন্য সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। শুরুতেই উপজেলা কৃষি কর্তকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদ্বয় এআইসিসির বর্তমান কার্যক্রমগুলোর বহুসিপ্রশংসা করেন এবং ডিজিটার তথ্য প্রযুক্তি বিস্তারের জন্য কম্পিউটার সহ অন্যান্য আইসিটি যন্ত্রাংশগুলোকে সবসময় সচলরেখ কৃষি তথ্য বিস্তারে কাজকরার জন্য উদাত্ব আহŸান জানান।
এ পর্যায়ে এআইসিসির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা তুলে ধরেন যে, তারা বলেন বর্তমান সরকারের ডিজিটাল সেবা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে এর অংশ হিসেবে ন্যার্যমুল্যে কৃষকদের কাছথেকে পণ্য কেনার জন্য ডিজিটাল তথ্য সেবার পাশাপাশী রেজিস্টেশনের যাবতীয় কাজ এআইসিসি থেকে কারে দেয়া হয়েছে। প্রতি বছর তারা তাদের আয়ব্যায়ে হিসাব একটি অডিটের মাধ্যমে সম্পুর্ন করে থাকেন এতে করে বর্তমানে তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে জমা আছে ৫ লক্ষ টাকা এছাড়াও তারা নিয়োমিত সঞ্চয় করে যাচ্ছেন। বর্তমানে ডিজিটাল কার্যক্রমগুলো পরিচালনার জন্য এআইসিসিতে সরবারাহকৃত ডেক্সটাপ কম্পিউটার ও ল্যাপটপটি সার্ভিসিং সহ ১টি ফটোকপিয়ার সরবরাহের আবেদন করেন।
আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মহোদয় সকল সদস্যদের সাথে আলোচনা করে এআইসিসি’র সকল কার্যক্রমের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। এআইসিসি’র কার্যক্রমকে আরো বেগবান এবং যুগোপযোগী করে তুলতে বিভিন্ন সরকারি দপ্তর ও কৃষি তথ্য সার্ভিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। তিনি চলমান কার্যক্রমকে আরো সুন্দর ও সুচারুরূপে পরিচালনার জন্য সকলকে ধন্যবাদ জানান। সদস্যদের মাসিক চাঁদা সময় মত সংগ্রহ ও সেগুলোর সুষ্ঠু ব্যবহার আরো সুন্দর ভাবে পরিচালনা এবং এআইসিসি’র সকল মালামাল গুলো সুষ্ঠুভাবে ব্যবহার ও সংরক্ষণের জন্যে তিনি বিশেষ ভাবে অনুরোধ জানান। এআইসিসি’র সকল সুযোগ সুবিধাগুলো নিজেদের এবং আশে পাশের গ্রামের সকল কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার উদাত্ত আহŸান জানান। এছাড়াও কৃষি তথ্য সার্ভিস থেকে প্রকাশিত কৃষি ভিত্তিক মাসিক পত্রিকা কৃষিকথার গ্রহক হওয়ার জন্য ও বর্তমান সময় উপযোগী কৃষিভিত্তিক ভিডিও চিত্র প্রতি সপ্তাহে একটি কারে প্রদর্শনের জন্য বিশেষভবে অনুরোধ জানান।
সংবাদ সংগ্রহ
বাদল সরকার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস