Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় সমলয় চাষাবাদ: কৃষি যান্ত্রিকী করণের সুবাতাস
বিস্তারিত


মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা ,পাটাভোগ ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বোরো হাইব্রিড ধানের সমলয়ে চাষাবাদ কার্যক্রম এর রাইস ট্রান্সপ্লান্টারের দিয়ে বোরো ধানের চারা রোপণ কর্মসূচির শুভউদ্বোধন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,শ্রীনগর ,মুন্সীগঞ্জ এই উদ্বোধনীর আয়োজন করে।মোহাম্মদ হোসেনপাটওয়ারী,উপজেলা নির্বাহী অফিসার ,শ্রীনগরর এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: খুরশীদ আলম, উপ-পরিচালক, কৃষিস ম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ। প্রধান অতিথিতার বক্তব্যে প্লাস্টিকের ফ্রেম বা ট্রেতে ধানের বীজ থেকে চারা তৈরি করে ট্রান্সপ্লান্টার দিয়ে বোরো ধান উৎপাদন করার সুবিধা এবং লাভ তুলে ধরেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ কল্যান কুমার সরকার, এডিডি (পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ, কৃষিবিদ শান্তনা রানী, উপজেলা কৃষি অফিসার, শ্রীনগর, মুন্সীগঞ্জ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীনগর উপজেলার কর্মকর্তাবৃন্দ।


বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। যার একটি হচ্ছে সমবায় ভিত্তিক সমলয় চাষাবাদ পদ্ধতি। একটি মাঠে বা মাঠের একটি অংশের সকল কৃষক মিলে একই সাথে একই জাতের ধানের চারা ট্রেতে উৎপাদন ও একই সময়ে যন্ত্রের মাধ্যমে ট্রেতে উৎপাদিত চারা রোপন করা এবং যন্ত্রের সাহায্যে ধান কর্তন করাই হলো সমলয়। এ পদ্ধতিতে চাষাবাদে সময়, শ্রম ও খরচ কম লাগবে ও কৃষক লাভবান হবেন।


সংবাদদাতা: অপর্ণা বড়ুয়া ,এআইসিও, কৃতসা, ঢাকা।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/01/2023
আর্কাইভ তারিখ
30/12/2022