Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বারি সরিষা-১৭ এর ক্রপ কাটিং ও মাঠ দিবস
বিস্তারিত


২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল,তেল, মসলা বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ (৩ পর্যায়ে) প্রকল্পের আওতায় গত ১৪/০২/২২ ইং মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার হাসাইল ইউনিয়নের পূর্ব হাসাইল গ্রামে স্থাপিত বারি সরিষা-১৭ জাতের একটি  বীজ উৎপদান প্রদর্শনী প্লটের “ক্রপকাটিং ও মাঠ দিবস” অনষ্ঠিত হয়।

কৃষিবিদ জয়নুল আলম তালুকদার,উপজেলা কৃষি অফিসার,টংগিবাড়ী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ খুরশীদ আলম,উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মুন্সীগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কল্যান কুমার সরকার,এডিডি(পিপি),কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মুন্সীগঞ্জ,কৃষিবিদ সবুজ চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকতা,উপজেলা কৃষি  অফিস,টংগিবাড়ী। কৃষিবিদ সাবরিনা আফরোজ,আঞ্চলিক কৃষি তথ্য অফিসার,কৃষি তথ্য সার্ভিস,ঢাকা অঞ্চল,ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিস ও কৃষি তথ্য সার্ভিসের অন্যান্য কর্মকর্তা-বৃন্দ এবং কৃষক কৃষানী।

প্রধান অতিথি বলেন বারি সরিষা-১৭ জাতটি ৮৫-৮৬ দিনের মধ্যে কর্তন করা যায়। আমন-সরিষা-বোরো ধান শস্য বিন্যাসের জন্য উপযুক্ত অর্থাৎ আমন ধান  কর্তনের পর বারি সারিষা-১৭ চাষ করে পরে বোরো ধান চাষ করা যাবে। এই জাতের বীজে তেলের পরিমাণ ৪৩-৪৪%। জাতটি সেল্ফ কম্পাটিবল হওয়ায় মেঘাচ্ছন্ন আবহাওয়ায় এবং মৌমাছির অনুপস্থিতেও গ্রহণযোগ্য ফলন দিতে সক্ষম। প্রধান অতিথি কৃষক কৃষানীকে বারি সরিষা-১৭ প্লট প্রদর্শনীর কৃষক থেকে বীজ ক্রয় করে চাষাবাদ করে তেল আমদানী হ্রাস করাই সহযোগীতা করার জন্য অনুরোধ করেন।

কৃষক  মোঃ মালেক শেখের সরীষা বীজ প্লট কর্তন করে গড় ফলন পাওয়া গেছে ১.৮ টন হে:। প্রদর্শনী প্লটের পরিমাণ ছিল ১০০ শতাংশ।


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
03/03/2022
আর্কাইভ তারিখ
03/03/2023