Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কৃষিতে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে -কৃষি সচিব
বিস্তারিত

আমাদের বাংলাদশের কৃষিতে আমরা খোরপোশের কৃষি থেকে লাভজনক কৃষিতে যেতে চাই। শ্রমিক অপ্রতুলতার বিষয় মাথায় রেখে যান্ত্রিকীকরণের মাধ্যমে লাভজনক কৃষিতে প্রবেশ করা সহজতর। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টার সহ রাইস ট্রান্সপ্লান্টার, রিপার, মাড়াই যন্ত্র, শুকানো যন্ত্রপাতি সহ সকল যন্ত্রপাতির আওতায় ৫০-৭০ ভাগ ভর্তুকি দেওয়া হয়েছে বলে জানান কৃষি মন্ত্রনালয়ের সচিব জনাব মো: সায়েদুল ইসলাম। তিনি আরও বলেন আমাদের কৃষি যেন কৃষকের কাছে লাভজনক পেশায় পরিনত হয়। আমাাদের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।গত ০৪/০২/২০২২ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্ডপ কিটিংচরে অবস্থিত সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় গাজর ধোয়ার যন্ত্র প্রদর্শনকালে কৃষি সচিব এ কথা বলেন। তিনি আরও বলেন আমাদের দেশের বিজ্ঞানীরা গবেষণাকরে নিত্য নতুন ফসলের জাত উদ্ভাবন করছে যা আমাদের দেশের কৃষকের কাছে সহজলভ্য হয়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করে বলেন আমাদের গবেষকদের প্রচেষ্টা, সরকারের নীতি সহায়তা সর্বোপরি আমাদের কৃষকভাইদের অদম্য উৎসাহের মাধ্যমে বাংলাদেশের কৃষিতে যুগান্তকরী উন্নয়ন সাধিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: বেনজির আলম বলেন শ্রম সাশ্রমী এই গাজর ক্লিনিং মিশিন ব্যবহার করে ঘন্টায় ১২০০ কেজি গাজর ধৌত করা সম্ভব। ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক জনাব বশির আহমেদ, মানিকগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব আবু মো: এনায়েতউল্লাহ, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের ডিপিডি জনাব আলতাবুন্নাহার, সিংগাইর উপজেলা কৃষি অফিসার জনাব টিপু সুলতান, হরিরামপুর উপজেলা কৃষি অফিসার জনাব মো: আব্দুল গফফার, কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার জনাব সাবরিনা আফরোজ সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এর পরে একই উপজেলার জামশায় অবস্থিত মিশ্র ফলের বাগান প্রদর্শন করেন। এসময় তিনি কাজুবাদামের চারা রোপন করেন। উল্লেখ্য সবুজ বাংলা এগ্রোফার্ম নামক উক্ত বাগানে কুল, মাল্টা, পেয়ারা, লেবু, তরমুজ, পেঁপে, জি-৯ কলা, ড্রাগনসহ অন্যান্য ফলের জাত আছে। এ ধরনের বাগান তৈরীর জন্য সরকারের কোন কর্মপরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন কৃষিমন্ত্রণালয়ের পক্ষ থেকে বাগানিদের সর্বপ্রকার সেবা প্রদান করা হচ্ছে। তাদের প্রযুক্তিগত সেবা, বীজ সার সহ অন্যান্য সেবা উপকরণ কৃষিসম্প্রসারণ অধিদপ্তর দিয়ে আসছে। পুষ্টি নিরাপত্তার মাধ্যমে আমাদের প্রজন্ম যাতে স্বাস্থ্যবান প্রজন্ম হিসেবে গড়ে উঠতে পারে এ লক্ষ্যে আমাদের মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। এসময় তিনি বাগানের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


ডাউনলোড
প্রকাশের তারিখ
06/02/2022
আর্কাইভ তারিখ
06/02/2023