Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ভাটভাউর এআইসসিি ক্লাবে র্স্মাটফােন বিতরণ
Details

২৮শে সেপ্টেম্বর, ২০২১খ্রি. মানিকগঞ্জ জেলার সদর উপজেলার ভাটভাউর কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র(এআইসিসি) এ স্মার্টফোন বিতরণ করায় হয়। কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় উক্ত মোবাইলটি প্রদান করা হয়। মোবাইল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার জনাব মো: ইমতিয়াজ আলম। আরো উপস্থিত  ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মো: ইমরান আহমেদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব তপন রায়, কৃষি তথ্য সার্ভিসের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার জনাব সাবরিনা আফরোজ সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।উপজেলা কৃষি অফিসার জানান 'বিভিন্ন মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে কৃষিবান্ধব প্রযুক্তিগুলো সহজেই কৃষকের  হাতের নাগালে পৌঁছে দেবার উদ্দেশ্য নিয়ে গৃহীত এই পরিকল্পনা কৃষকদের তথ্য ভান্ডার আরো সমৃদ্ধ করবে।' ক্লাবের সভাপতি, সহ সভাপতি সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে উক্ত মোবাইলটি বিতরণ করা হয়। উল্লেখ্য পূর্বে উক্ত এআইসিসিসিতে ল্যাপটপ, ডেক্সটপ, প্রিন্টার, প্রজেক্টর, সাউন্ডসিস্টেম, মডেম, পেনড্রাইভ সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছিল।

 

কৃষি তথ্য সার্ভিসের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের অন্তর্গত ভাটভাউর এআইসিসি ক্লাবটি দীর্ঘদিন ধরে আইসিটি উপকরণ ব্যবহার করে অত্র এলাকার কৃষকদের কৃষি তথ্য সেবা দিয়ে আসছে। এছাড়া ও নিরাপদ সবজি উৎপাদন, কৃষি যান্ত্রিকীকরণসহ অন্যান্য প্রযুক্তিগুলো তারা পূর্ণউদ্যোমে  ব্যবহার করছে। এআইসিসিতে প্রশিক্ষনের মাধ্যমে উক্ত ক্লাবের সার্বিক কার্যক্রম আরো বেগবান হবে বলে উক্ত ক্লাবের সভাপতি আশা প্রকাশ করেন।

Images
Attachments
Publish Date
05/10/2021
Archieve Date
05/10/2022