Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ফসলের ক্ষেতে এক টুকরো লাল সবুজ পতাকার বাংলাদেশ
Details


আমাদের  প্রাণের দেশের ভালোবাসার একটুকরো লাল সবুজ পতাকা ধারণ করে আছে কোটি বাঙ্গালী। হৃদয়ের কুঠুরী  থেকে বের করে ফসলের মাঠে লাল সবুজকে ছড়িয়ে দিয়েছেন আমাদের সাভারের কৃষক আব্দুর রাজ্জাক রাঙ্গা। সাভারের বিরুলিয়া সাইপাড়া গ্রামের বাসিন্দা কৃষক রাঙ্গা এক লক্ষ বর্গফুট জায়গায় পতাকার আদলে করেছেন সবজি চাষ। তবে সহজ ছিলনা এই পথ পাড়ি দেওয়া। কৃষক রাঙ্গা জামালপুর থেকে ভাগ্য পরিবর্তনের জন্য এসেছিলেন সাভারে। জীবিকার তাগিদে কিছুদিন করেছিলেন ঠিকাদারীর কাজ। কিন্তু সবুজ যার নেশা ইট পাথরের বিবর্ণ রং তার ভালো লাগা তৈরী করতে পারেনি।১৯৯৫ সাল থেকে লিজ নেওয়া জমিতে তার চাষাবাদের সূচনা। ৪০ বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন কৃষি কাজ। লাগিয়েছিল বেগুন,কলা,পেয়ারা ,বেল কুল পেঁপে সহ অনেক ফল ও সবজি। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ব্যবহার করেছেন নিরাপদ কৃষি বান্ধব জৈব সার ও জৈব বালইনাশক সহ জৈব সার পরিবেশ বান্ধব সব উপকরণ। এসব কিছু করার পরও তার মন চাইছিল ব্যতিক্রম কিছু করার তার শিল্প সত্তার বিকাশ করে গড়ে তুলেছেন বিশাল পতাকা। পর পর তিন বছর ব্যর্থতার পর এবার সফলতার দেখা। পরিবারের চার সদস্য মিলে নিপুণ দক্ষতার গড়ে তুলেছেন ফসলের মাঠে  লাল সবুজ পতাকা। প্রায় চার লক্ষ টাকা খরচ করে তৈরী করেছেন এ পতাকা। সারি সারি লাউয়ের মাচা তুলেছেন মাঠ জুড়ে। শুধু সৌন্দর্য বর্ধন নয় তিনি এখান থেকে ভালো লাভবান হবেন বলে আশা করছেন। নিরাপদ খাদ্য উৎপাদনে নিরাপদ প্রযুক্তিতে ফসল উৎপাদন আশে পাশের কৃষকদের মধ্যেও যথেষ্ট সারা ফেলেছে। বাঙ্গালীদের বাংলা খাবারের স্বাদের কথা চিন্তা করে তিনি তার বাগনের নাম দিয়েছেন বাংলার স্বাদ। সাভার উপজেলার উপজেলা কৃষি অফিসার জনাব নাজিয়াত আহমদে বলেন কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এত দিনের পরিশ্রম আজ ফসলের মাঠে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা লাল সবুজের এই পতাকার কারনে আমাদের কৃষকের ভালোবাসা কৃষি বিভাগের ভালোবাসা, পরিশ্রম, সার্থকতা সব কিছুই এখানে ফুটে উঠেছে। শুধু উৎপাদন বাড়ানোতে সীমাবদ্ধ না থেকে পুষ্টি ও মানসম্মত খাদ্য উৎপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। 


বঙ্গবন্ধু জন্মশতবাষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী  উপলক্ষে কৃষক আব্দুর রাজ্জাক শস্যক্ষেতে জাতীয় পতাকা তৈরী করে যেমন জাতীর পিতার প্রতি সম্মান দেখিয়েছেন তেমনি দেশের প্রতি দেখিয়েছেন অকৃত্রিম ভালোবাসা।


Images
Attachments
Publish Date
03/03/2022
Archieve Date
02/08/2023