Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ
Details

ঢাকা জেলা নবাবগঞ্চ উপজেলায় যন্ত্রাইল ইউনিয়নের নবগ্রাম ব্লকে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে ’তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প ’এর আওতায় সরিষা  বোরো-পতিত ক্রপিং প্যাটানে ব্রিধান ৮৯ জাতের ধান চাষ করা হয়। ব্রিধান ৮৯ এর জীবনকাল ব্রিধান ২৯ এর চেয়ে ৩-৫ দিন আগাম এবং ফলন বেশী। ফলন বেশী ও জীবনকাল কম হওয়ায় যে সব এলাকায় ব্রিধান ২৯ চাষাবাদ হয় সেখানে সহজেই ব্রিধান ৮৯ চাষ করা যায়।আবহাওয়া অনুকূলে থাকায় ব্রিধান ৮৯ জাতের বাম্পার ফলন হয়।ব্রিধান ৮৯ হেক্টর প্রতি ফলন গড়ে ৮.০ মেঃটন উপযুক্ত পরিচর্যা পেলে ৯.৭ মেঃটন হেক্টর ফলন দিতে সক্ষম। ব্রিধান ৮৯ জাতের ফলন বেশী  বিধায় কৃষক বেশী লাভবান হয়েছে। এ জাতের ধানের জীবনকাল ১৫৪-১৫৮ দিন। ব্রিদান ৮৯ এর চালের আকার মাঝারি আকৃতির ও রান্নার পর বাত ১.৪ গুন লম্বা হয়। ভাত ঝরঝরা ও খেতে সুস্বাদু বিধায় কৃষকেরা চাষ করতে বেশ আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও এ জাতের কান্ড শক্ত পাতা হালকা সবুজ ও ডিগ পাতা চওড়া।ব্রিধান ৮৯ জাতের মাঠ দিবসের আয়োজন করা হয়। আয়োজিত মাঠ দিবসে উপস্থিত ছিলেন ডিএই ঢাকা জেলার সুযোগ্য উপপরিচালক মহোদয়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ কৃষকগন।


Images
Attachments
Publish Date
29/05/2023
Archieve Date
24/05/2023