Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ঢাকা সাভার উপজেলায় ০২ দিনের কৃষক প্রশিক্ষণ আয়োজন
Details

ঢাকা জেলার সাভার উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২৭/০৯/২০২২ তারিখ হতে দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সম্মানিত উপপরিচালক জনাব সুরজিত সাহা রায়। আরোও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক জনাব দিলরুবা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার জনাব নাজিয়াত আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার জনাব মোছা: মরিয়ম খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মো: সবুজ চৌধুরী, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার জনাব সাবরিনা আফরোজ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘প্রধানমন্ত্রীর এক ইঞ্চি জমিও পরে না থাকার আহ্বানে সাড়া দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে চলেছে। অনাবাদি পতিত জমি ও বসবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে পরিবারের সকলের পুষ্টি চাহিদা পুরনের পাশাপাশি আর্থিক স্বচ্ছলতাও বাড়বে।’ উপজেলা কৃষি অফিসার জনাব নাজিয়াত আহমেদ জানান গত অর্থবছরে উক্ত উপজেলায় ২৮৫টি প্রদর্শনী দেওয়া হয়েছে। প্রদর্শনীতে কৃষকদের ১১ রকমের সবজির বীজ, ফলের চারা, সার, কীটনাশক, জৈব বালাইনাশক যেমন হলুদ ফাঁদ, সেক্স ফেরোমন ফাঁদ, নেট, ঝাঝরি সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে, এসময় সাভার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাসহ কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
06/10/2022
Archieve Date
06/10/2023