Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ঢাকা জেলার সাভার উপজেলার এআইসিসি ক্লাব পরিদর্শন
Details

বিগত ১৭/০৯/২০২২ ঢাকা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক জনাব সুরজিত সাহা রায় সাভার হেমায়েতপুরে অবস্থিত মুশুরিখোলা কৃষি তথ্য ও যোগাযোগকেন্দ্র (এআইসিসি) পরিদর্শন করেন। এসময় ঢাকা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার জনাব আফিয়া আক্তার ও কৃষি তথ্য সার্ভিসের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার জনাব সাবরিনা আফরোজ উপস্থিত ছিলেন। উপপরিচালক মহোদয় ক্লাবের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণপূর্বক ক্লাবের সদস্যেদের সাথে মতবিনিময় করেন। এসময় কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প থেকে আইসিসিট উপকরণ সহায়তা হিসেবে বরাদ্দকৃত একটি স্মার্ট ফোন উক্ত ক্লাবকে বিতরণ করেন। কৃষি তথ্য বিস্তারে ক্লাবগুলোকে আরোও জোরদার করার পরামর্শ দেন তিনি। এছাড়া ক্লাব কর্তৃক পরিচালিত দুগ্ধ প্রক্রিয়াজতরন প্লান্ট, ভার্মিকম্পোস্ট উৎপাদন, শীতকালীন উচ্চমূল্যের ফসল চাষসহ অন্যান্য কার্যক্রম উপপরিচালক মহোদয় পরিদর্শন করেন। এসময় কৃষি তথ্য সার্ভিসের অন্যান্য কর্মকর্তা ও ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
06/10/2022
Archieve Date
06/10/2023