বিগত ১৯-২১ সেপ্টেম্বর আগারগাও এ অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স এ চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী প্রকল্প/ উদ্যোগ গ্রহণ এবং চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের সহ মন্ত্রণালয়ের আওতাধীন ৫ টি দপ্তর সংস্থা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করে। উক্ত কর্মশালায় 4IR প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গৃহীতব্য উদ্যোগের খসড়া ডিজাইন প্রস্তুত ও চুড়ান্তকরণ করা হয় একই সাথে চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে বিভিন্ন দেশের পলিসি, বাংলাদেশের বিভিন্ন স্ট্র্যাটেজিক পেপার এবং চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত কর্মপরিকল্পনার সম্ভাব্য কাঠামো এবং প্রয়োজনীয় উপাদান বিষয়ে উপস্থাপনা করা হয়। এসময় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থার অংশগ্রহণকারী কর্মকর্তা, রিসোর্স পার্সন সহ এটুআই এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS