Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
গাজীপুর সদরের আমতলী বাজারে সিনেমা প্রদর্শনে কৃষকদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ
Details

গত ২৮ ডিসেম্বর ২০২২ রোজ বুধবার গাজীপুর সদরের কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে প্রযুক্তির প্রচারের উদ্দেশ্যে এক কৃ ষক সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে কৃষকদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। কৃষক সমাবেশে আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস, ঢাকা ২ ঘন্টা ধরে প্রজেক্টরের মাধ্যমে ডকুমেন্টারী প্রদর্শণ করেন।কৃষকরা মনোযোগ সহকারে ডকুমেন্টারী দেখেন।বি এই উ এসটি আর ড্রায়ার, বঙ্গবন্ধু ধান১০০, ধান চাষে ব্রি অগ্রানিক সার, কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়, কুইকক ম্পোস্ট তৈরী, বছর ব্যপী সবজি চাষে অর্থ পুষ্টি দু-ই আসে, জিংক সমৃদ্ধ ধানের জাত পরিচিতি, আমার আছে তথ্য পাওয়ার অধিকার, পদ্মার পাড়ে কৃষি বিপ্লব, মাশরুম চাষপদ্ধতি, পারিবারিক পুষ্টিবাগান, আম উৎপাদন ও প্রক্রিয়াজাত করণ সহ আরো অনেক বিষয়ের উপর সিনেমা প্রদর্শণ করা হয়।পরে কৃষকদের মতামত নেওয়া হলে কৃষকরা জানায়, কৃষি বিষয়ক সিনেমা দেখে খুব উপকৃত হয়েছে।ভবিষ্যতে রোগ বালাইয়ের ওপর সিনেমা তৈরী করার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য অনুষ্ঠানে সদর উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো: জয়নাল আবেদীন, আমতলী সদরের শহিদুল ইসলাম পাবেল ,এসএএও, সদরের বাড়িয়া ব্লকের সুলতানা রাজিয়া, এসএএও,পূবাইল এর শাহীনা সুলতানা ,এসএএও, বানিয়ার চালা ব্লকের শিউলি পারভীন, এসএএও এবং মো: শহীদুল ইসলাম ভূইয়া, এসএএও উপস্থিত ছিলেন।


#সংবাদদাতা: অপর্ণা বড়ুয়া ,এআইসিও,কৃতসা ঢাকা।

Images
Attachments
Publish Date
05/01/2023
Archieve Date
28/12/2022